পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর রাজধানী তোগো শহরের সেনা সদর দফতর ও ফ্রাঞ্চ দূতাবাসের অদূরে বন্দুকের গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয় হামলাকারী ও দেশটির নিরাপত্তা বাহিনীর সাত সদস্যসহ নিহত হয়েছেন ১৬ জন। তবে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম এ সংখ্যা আরো বেশি বলে জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছু দুর্বৃত্ত এসে গাড়ি থেকে বেরিয়ে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া আকাশের দিকে উড়তে দেখা যায়। কিন্তু এ হামলার সাথে কারা জড়িত তা এখনো নিশ্চিত নয়।
দেশটির সেনাবাহিনীর মেডিকেল প্রধান কর্নেল আমাদু কাফানদুল বলেন, এই হামলায় আরো অন্তত ৭৫ জন আহত হয়েছেন।
পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশগুলোর মতো বুর্কিনা ফাসোতে জঙ্গি সংগঠনগুলো ব্যাপক সংক্রিয়। এর আগের বছরের আগস্টে উয়াগাদুগুর একটি রেস্টুরেন্টে জঙ্গি হামলায় অন্তত ১৮ জনের প্রাণহানি হয়। এছাড়া ২০১৬ সালের জানুয়ারিতে অপর এক রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহত হন অন্তত ৩০ জন। পরে হামলার দায় স্বীকার করে আল-কায়েদা ইন দ্য ইসলামিক মেঘরেব নামে জঙ্গি গোষ্ঠী (একিউআইএম)।
তবে আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি জানায়, শুধু সেনা সদরেই ২৮ জন নিহত হয়েছে। যদিও সংখ্যাটি এখনো নিশ্চিত নয় বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়। সূত্র:এএফপি।