বুলগেরিয়ায় এক বাস দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ২৭ জন।
শনিবার সোভজে শহরের কাছে ইসকার জর্জে এ হতাহতের ঘটনা ঘটে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ সাংবাদিকদের জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে সোফিয়া থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে সোভজে শহরের কাছে ইসকার জর্জে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তারা জানান, বাসের যাত্রীরা ভ্রমণে যাচ্ছিল। অবসরপ্রাপ্তদের জন্য একটি ক্লাব এর আয়োজন করে। গাড়িতে কোন বিদেশী নাগরিক ছিল না।
সোমবার সরকার একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
আজকের বাজার/এমএইচ