রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় মাহী (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ নিয়ে নৌকাডুবির ঘটনায় একই পরিবারের দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত মাহী শরীয়তপুর জেলার শাহজালাল ও নিখোঁজ শাহিদার মেয়ে।
সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, শনিবার সকাল ৮ টার দিকে আহসান মঞ্জিল বরাবর বুড়িগঙ্গা নদীতে শিশুটির মরদেহ ভেসে উঠে। পরে নৌ পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে।
এর আগে শুক্রবার দুপুরে ভেসে ওঠে শিশুটির ফুফু জামসিদার (২০) মরদেহ।
নৌ পুলিশ জানায়, নৌকাডুবির ঘটনায় এখনও একই পরিবারের চার সদস্য নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালের কাছে ‘এমভি সুরভী-৭’ নামে একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দিলে ডুবে যায়। এতে নারী শিশুসহ একই পরিবারের ছয় সদস্য নিখোঁজ হন।
নিখোঁজরা হলেন- শাহজালালের স্ত্রী শাহিদা (২৮), তাদের মেয়ে মীম (৮), জামসিদার স্বামী দেলোয়ার (৩৫) ও জামসিদার তিন মাস বয়সী ছেলে জুনায়েদ।
তারা রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা এবং শরীয়তপুর জেলায় নিজ বাড়িতে যাওয়ার জন্য লঞ্চ টার্মিনালে যাচ্ছিলেন।
নিখোঁজ শাহিদার স্বামী শাহজালাল (৩৫) ঘটনার পর সাঁতরে পাড়ে চলে আসতে পারেন। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র – ইউএনবি