বুড়িগঙ্গা নদীতে শুক্রবার লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। এঘটনায় ওই পরিবারের আরেক শিশু নিখোঁজ রয়েছে।
নিহতরা হলেন- মতিউর রহমান মতি (৫৫), তার স্ত্রী রোজিনা বেগম (৪২) ও মমতাজ বেগম (৫০)। নিখোঁজ রয়েছে মতিউরের ছেলে আবিদ (৫)।
স্থানীয়রা জানায়, গভীর রাতে বুড়িগঙ্গা নদীর তৈলঘাট বরাবর মাঝ নদীতে মানিক ৩ নামে একটি লঞ্চের সাথে যাত্রীবাহী একটি খেয়া নৌকা ধাক্কা লেগে ডুবে যায়। পরে রাতেই রোজিনা ও মমতাজের লাশ উদ্ধার করা হয়। শনিবার সকালে রোজিনার স্বামী মতিউরের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ রয়েছে শিশু আবিদ।
এব্যাপারে সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান অব্যাহত রেখেছে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ