দক্ষিণ কেরানীগঞ্জের পাগলা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় এক তরুণের (১৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, স্থানীয়দের দেয়া তথ্যে সকালে ওই অজ্ঞাত তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটির পড়নে লাল রঙের টাউজার ও হাফ হাতা গেঞ্জি ছিল।
সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি
আজকের বাজার/লুৎফর রহমান