নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত ম্যারি এ্যান্ডারসন বার ও রেস্টুরেন্টের কাছে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ জুলাই) দুপুর ১২টায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ফতুল্লার পাগলা পুলিশ ফাঁড়ির সহযোগিতায় কেরানীগঞ্জ থানা পুলিশ।
(এসআই) ফরহাদ হোসেন বলেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত ভাসমান জাহাজে অবস্থিত ম্যারি এ্যান্ডারসন রেস্টুরেন্ট ও বারের কাছে বুড়িগঙ্গা নদীর কচুরীপানা থেকে অজ্ঞাত ছেলে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক ১০ বছর, তার পড়নে ছিল লাল রঙের হাফ প্যান্ট ও গেঞ্জি।
তিনি আরও জানান, শিশুটির পুরুষাঙ্গ কাটা ছিল। এছাড়া পচন ধরায় মুখমন্ডল চেনা যাচ্ছিল না। নদীর ওই অংশ কেরানীগঞ্জ থানায় অবস্থিত। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে কেরানীগঞ্জ থানা পুলিশকে খবর দেই। এরপর তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়।
আজকের বাজার/আরআইএস