বুড়িগঙ্গা নদীতে পড়া ঢাকা ওয়াসার সকল সুয়ারেজ লাইন সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আগামী ছয় মাসের মধ্যে সরকারি ওই সেবা সংস্থাকে সুয়ারেজ লাইনগুলো সরাতে বলা হয়েছে। একইসাথে আদেশ বাস্তবায়নের বিষয়ে এক মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ওয়াসার করা এক সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ রবিবার এ আদেশ দেন। আদেশের বিষয়টি জানান রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ।
আজকের বাজার/লুৎফর রহমান