কেরানীগঞ্জে বুড়িগঙ্গার নদীর হাসনাবাদ ডর্কইয়ার্ডে এমভি ইমাতুল লঞ্চের নিচ তলায় অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার দুপুর সাড়ে ১২ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে পোস্তগোলা ও সদরঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে সক্ষম হয়।
সদরঘাট নৌ থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ডাবল ডেকারের ইমাতুল লঞ্চটি ঢাকা থেকে বরিশালের মূলাদীর নৌরুটে চলাচল করত। মেরামতের জন্য ডকইয়ার্ডে ওয়েলডিং কাজ করা সময় আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুনের ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আজকের বাজার/এমএইচ