বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শের-ই-বাংলা হল থেকে সোমবার ভোরে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত আবরার ফাহাদ ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ওই হলের আবাসিক ছাত্র। তার বাড়ি কুষ্টিয়ায় এবং তিনি নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী।
চকবাজার থানার ওসি (ভারপ্রাপ্ত) সোহরাব হোসেন ইউএনবিকে জানান, ভোর ৫টার দিকে শের-ই-বাংলা হল থেকে পুলিশ আবরারের লাশ উদ্ধার করেছে। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।