বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুর ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
আটক দুইজন হলেন-বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সহ-সভাপতি মুস্তাকিম ফুয়াদ। তারা দুজনেই বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র।
চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো সোরাব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফাহাদের মৃত্যুর ঘটনায় বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সহ-সভাপতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ফাহাদের মৃত্যুর ঘটনায় তারা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
রোববার রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবরার বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর রুমে থাকতেন। ফাহাদের বাবার নাম বরকতুল্লাহ। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বারডাঙ্গা গ্রামে।
আজকের বাজার/এমএইচ