দুই হাত-পা ছাড়াই জন্ম নেয়া লিতুন জিরা মুখে ভর দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়ার পর প্রাথমিক সমাপনী পরীক্ষায়(পিইসি)বৃত্তি পেয়েছে। সে উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় অংশ নেয়েছিল। লিতুন জিরা যশোরের মণিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগমের মেয়ে। তার শারীরিক অক্ষমতা তার বাবা-মায়ের জন্য উদ্বেগের কারণ ছিল। তাকে অন্যান্য বাচ্চাদের মতো করে গড়ে তোলার উপায় খুঁজতে চিন্তায় ছিলেন তারা।
স্কুলের প্রধান শিক্ষিকা সাজেদা খাতুন জানান,‘তার ২৯ বছর শিক্ষকতা জীবনে লিতুন জিরার মতো মেধাবী শিক্ষার্থীর দেখা পাননি।’ লিতুন জিরার বাবা হাবিবুর রহমান বলেন, মেয়ের মেধা তাদের নতুন আশা সঞ্চার করেছে। ২০১৯ সালে অনুষ্ঠিত পিইসিতে মোট ৮২ হাজার ৪২২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করেন। এর মধ্যে ৩৩ হাজার ট্যালেন্টপুলে ও ৪৯ হাজার ৪২২ জন সাধারণ বৃত্তি পেয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান