জমি দখল ঠেকাতে নিজের ৮০ বছর বয়সী মা’কে চলন্ত ট্রাক্টরের সামনে ছুড়ে দিল ছেলে। বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষের লোকজন ট্রাক্টর দিয়ে চাষ করতে এলে এমন মর্মান্তিক কাণ্ড ঘটায় ওই ছেলে।
বৃহস্পতিবার (২৪ জুন) ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলার মালেগাও তহসিলে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
তবে এ ঘটনায় সৌভাগ্যবশত ওই বৃদ্ধা মা মারা না গেলেও গুরুতর আহত হন। এ ঘটনায় স্থানীয়রা মোবাইলে ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রকাশ করলে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা সুরেশ নায়েকনাওয়ার জানান, ওই ঘটনায় দুই পক্ষের মোট ১২ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
আজকের বাজার/ এমএইচ