শেয়ারবাজারে ব্যাংক খাতের কোম্পানিগুলোর শেয়ার দর চাঙ্গা রয়েছে। ৭ নভেম্বর মঙ্গলবার এই খাতের ৮০ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিন দর বাড়ার শীর্ষে রয়েছে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)। আর দরপতনের র্শীর্ষে রয়েছে ডাচ-বাংলা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে, শেয়ারবাজারে ব্যাংক খাতের রয়েছে ৩০টি কোম্পানি। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪টি বা ৮০ শতাংশ প্রতিষ্ঠানের। এছাড়া শেয়ার দর কমেছে ৫টি বা ১৭ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১টি বা ৩ শতাংশ প্রতিষ্ঠানের।
এদিন শেয়ার দর বাড়ার শীর্ষে রয়েছে ইবিএল। কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩.১০ টাকা। লেনদেন হয়েছে ৮ কোটি ২২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার। ওই সময় কোম্পানিটির ১৫ লাখ ৪৬ হাজার ৭৬৪টি শেয়ার এক হাজার ১৪৫ বার হাতবদল হয়েছে।
এরপর শেয়ার দর বাড়ার ২য় অবস্থানে রয়েছে এমটিবি। ওই সময় শেয়ার দর বেড়েছে ১.৯০ টাকা। লেনদেন হয়েছে ৮ কোটি ৭৩ লাখ ৭০ টাকা। কোম্পানিটির ২৯ লাখ ৫২ হাজার ৩৬৫টি শেয়ার ৩৪৪ বার হাতবদল হয়েছে। শেয়ার দর বাড়ার ৩য় অবস্থানে আছে শাহজালাল ব্যাংক। শেয়ারটির দর বেড়েছে ১.৫০ টাকা। শেয়ার দর বাড়ার ৪র্থ অবস্থান রয়েছে ট্র্যাস্ট ব্যাংক। দর বেড়েছে ১.৪০ টাকা। ৫ম অবস্থান উত্তরা ব্যাংক। দর বেড়েছে ১.৩০ টাকা।
অপরদিকে শেয়ার দর কমার শীর্ষ রয়েছে ডাচ-বাংলা ব্যাংক। আর শেয়ার দর অপরিবর্তিত রয়েছে এক্সিম ব্যাংকের শেয়ার দর।
আজকের বাজার:এলকে/এলকে ৭ নভেম্বর ২০১৭