গঙ্গা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে, পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টায় বৃদ্ধি পেতে পারে।
উত্তরাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে। এদিকে, ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টায় বৃদ্ধি পেতে পারে। অপরদিকে, যমুনা নদীর পানি হ্রাস পাচ্ছে। যা আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে।
দেশের ১০১ টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৬৪টির, হ্রাস পেয়েছে ৩২টির, অপরিবর্তিত রয়েছে ৫টির। বিপদসীমার উপরে নদীর সংখ্যা ৭টি এবং বিপদসীমার উপরে স্টেশনের সংখ্যা ৫টি।
গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে, পঞ্চগড় ৩১৫ মিলিমিটার, রংপুর ২৬৫ মিলিমিটার, ডালিয়া ২২৫ মিলিমিটার, কুড়িগ্রাম ১৫৬ মিলিমিটার, লালাখাল ১৪১, দিনাজপুর ১২৪ মিলিমিটার, ঠাকুরগাঁও ১২০ মিলিমিটার, জাফলং ৮৮ মিলিমিটার। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান