সাভারে ফালু মিয়া (৯৮) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ১৮ অক্টোবর সকালে ওই বৃদ্ধের মরদেহটি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, সকালে নিজ ঘরে আড়ার সাথে ওই বৃদ্ধের ঝুলন্ত লাশ দেখে প্রতিবেশীরা সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) কবির মিয়া জানান, কিভাবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ।
আজকের বাজার: আরআর/ ১৮ অক্টো্বর ২০১৭