বৃষ্টিতে বিলম্বিত তৃতীয় দিনের খেলা

মেহরাজ মোর্শেদ : বৃষ্টির কারণে বিলম্বিত হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। সকাল ৮টার দিকে চট্টগ্রামের আকাশে সূর্যের যেখা মিললেও পৌনে ১০টা থেকে শুরু হয় ভারী বৃষ্টি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উন্নত পানি নিষ্কাশনব্যবস্থা থাকলেও দ্রুত খেলা শুরু হওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। মাঠের আউট ফিল্ডেও জমেছে পানি। প্রথম দুই দিন প্রখর রোদ থাকলেও তৃতীয় দিন সকাল থেকেই চট্টগ্রামের আকাশে ভারী বৃষ্টি। অবশ্য চট্টগ্রাম টেস্টের শেষ তিন দিন বৃষ্টির পূর্বাভাস ছিল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে সফরকারী অস্ট্রেলিয়া দলের সংগ্রহ ২ উইকেটে ২২৫ রান। ৮৮ রানে অপরাজিত আছেন ডেভিড ওয়ার্নার, পিটার হ্যান্ডসকম্ব আছেন ৬৯ রানে অপরাজিত। ব্যক্তিগত ৪ রানে উইকেটের পেছনে মুশফিকের অবিশ্বাস্য কিপিং এ মোস্তাফিজের শিকার হয়ে ফেরেন ওপেনার ম্যাট রেন’শ। স্টিভেন স্মিথ তাইজুলের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ব্যক্তিগত ৫৮ রানে। এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে প্রথম ইনিংসে ৩০৫ রান সংগ্রহ করে স্বাগতিক বাংলাদেশ দল।

আজকের বাজার : এমএম / ৬ সেপ্টেম্বর ২০১৭