পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে জিততে দিলো না বৃষ্টি। বৃস্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে। বৃস্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ১৫ ওভারে ৫ উইকেটে ১০৭ রান করে পাকিস্তান। জবাবে বৃষ্টি আইনে ১১৯ রানের লক্ষ্যে ৩ দশমিক ১ ওভারে বিনা উইকেটে ৪১ রান করে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টির আবার বৃস্টি নামলে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। ফলে নিশ্চিত জয় থেকে বঞ্চিত হয় অস্টেলিয়া। কারন ম্যাচ পরিত্যক্ত হবার আগে ৭১ বলে জয়ের জন্য আরও ৭৮ রান দরকার ছিলো স্বাগতিকদের।
পাকিস্তান ১০৭ রান করলেও বৃষ্টি আইনে জয়ের জন্য ১৫ ওভারে ১১৯ রানের লক্ষ্যমাত্রা পায় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে নেমেই মারমুখী মেজাজ দেখান অস্টেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ইনিংসের শুরু থেকেই চার-ছক্কার ফুলঝুড়ি ফোটান তিনি। তার এমন ঝড়ে ৩ ওভারে ৩৯ রান পেয়ে যায় অস্ট্রেলিয়া। তবে চতুর্থ ওভারের প্রথম বলের পরই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। পরবর্তীতে ম্যাচটি পরিত্যক্তই হয়ে যায়। ৫টি চার ও ২টি ছক্কায় ১৬ বলে অপরাজিত ৩৭ রান করেন ফিঞ্চ। ৪ বলে ২ রানে অপরাজিত ছিলেন ডেভিড ওয়ার্নার।
ক্যানবেরাতে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-২০।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ১০৭/৫, ১৫ ওভার (বাবর ৫৯*, রিজওয়ান ৩১, রিচার্ডসন ২/১৬)।
অস্ট্রেলিয়া : ৪১/০, ৩.১ ওভার (ফিঞ্চ ৩৭*, ওয়ার্নার ২*)।
ফল : বৃষ্টিতে পরিত্যক্ত।