বৃষ্টিতে যে ধরনের পোশাক নির্বাচন করবেন

বর্ষাকাল মানেই কখনো আকাশ মেঘকালো করে ঝুম বৃষ্টি।  কখনো  রোদ্র উজ্জ্বল ঝকঝকে আকাশ।  আবার কখনো সারা দিনই টিপটিপ বৃষ্টি। এ সময়ে যাদের প্রতিদিনই বের হতে হয় তাদেরকে বেশ  ঝামেলা পোহাতে হয়।

কর্মজীবী অথবা কলেজ-বিশ্ববিদ্যালয়পড়ুয়া নারীদের এই আবহাওয়ায় পোশাক নির্বাচনে পড়তে হয় বিড়ম্বনায়। বৃষ্টিকে তো আর আটকানো সম্ভব নয়। তবে চিন্তা-ভাবনা করে কাপড় বাছাই করে বাড়তি ঝামেলাটুকু এড়িয়ে চলতে পারেন।

বর্ষাকালে মোটা, ভারী বুননের কাপড়ের পোশাক পরিহার করাই ভালো। এই আবহাওয়ায় কৃত্রিম তন্তুর তৈরি কাপড়ের পোশাক বেশি আরামদায়ক।

সিনথেটিক জাতীয় (জর্জেট, সিল্ক) কাপড় সহজে শুকিয়ে যায় এবং কালো দাগ পড়ার সম্ভাবনা কম। শাড়ির ক্ষেত্রেও শিফন, সিল্ক, মসলিন–জাতীয় শাড়ি আদর্শ। তিনি আরও জানান, সাদা কাপড় যেমন বৃষ্টির দিনে মানানসই নয়, কালো কাপড়ও তেমনি পরা উচিত নয়। কালো কাপড় ভিজে গেলে ছোপ ছোপ দাগ পড়ে যায়।

বৃষ্টি হচ্ছে বা হবে এমন মনে হলে  সে সময়  পরতে পারেন একটু খাটো পোশাক। কাদায় ময়লা হওয়ার আশঙ্কা এতে থাকে না। সালোয়ারও আঁটসাঁট হলে ভালো হয়। আলমারিতে কাপড় রাখার সময় কাপড়ের ফাঁকে ফাঁকে ন্যাপথলিন ব্যবহার করুন। এটা কাপড়কে ছত্রাক থেকে বাঁচিয়ে রাখবে, সুরক্ষিত রাখবে।

বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি হলেও আমাদের দেশে অনেক সময় গুমোট গরম পড়ে। কারণ বাতাসে আর্দ্রতা পরিমাণ বেশি থাকে। এমন আবহাওয়ার জন্য পাতলা সুতি পোশাক আরামদায়ক।

বৃষ্টিতে ছাপা নকশার কাপড় পরা ভালো। কারণ হঠাৎ বৃষ্টিতে কাপড় ভিজে গেলেও অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে না। বৃষ্টির দিনে নীল রঙের পোশাকই যেন মানানসই। এছাড়া সি গ্রিন, লেমন কিংবা সবুজ রংও বেশ ভালো লাগে।

এসএম/