সিলেটের লাক্কাতুরা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুরে মুখোমুখি হওয়ার কথা ঢাকা প্লাটুন এবং খুলনা টাইগার্সের। দুপুর ১টা ৩০ মিনিটে টস এবং ২টায় শুরু হওয়ার কথা ম্যাচ।
কিন্তু মৌসুমী বায়ুর প্রভাবে শীতের দিনেও বৃষ্টির প্রকোপ। আজ সকাল থেকেই ঢাকা, সিলেটসহ সারাদেশেই বৃষ্টি। যে কারণে, সিলেটের মাঠটি যথা সময়ে খেলা শুরুর মত উপযুক্ত হয়ে ওঠেনি।
ফলে, ম্যাচ শুরুর সময় পিছিয়ে দেয়া হয়েছে আরও ৪০ মিনিট। অর্থ্যাৎ, দুপুর ২টার পরিবর্তে খেলা শুরু হবে দুপুর ২টা ৪০ মিনিটে।
সকাল থেকে বৃষ্টি হলেও বেলা গড়ানোর সাথে সাথেই বৃষ্টি বন্ধ হয়ে যায়। রোদ ঝলমল করে উঠলেও মাঠ ভেজা থাকায় যথা সময়ে খেলা শুরু করা সম্ভব হচ্ছে না। এ কারণেই ম্যাচ শুরুর সময় বাড়িয়ে দেয়া হয়েছে।
আজকের বাজার/আরিফ