বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বিসিবি লাল দল ও তার ডেপুটি তামিম ইকবালের সবুজ দলের মধ্যকার প্রস্তুতি ম্যাচের তৃতীয় ও শেষদিনের খেলা বৃষ্টির জন্য ভেস্তে গেছে। বৃষ্টির পেটে প্রথম সেশনের খেলা চলে যাওয়ার পর সাগরিকার মুষলধারে অবিরত বৃষ্টি ঝড়ায় প্রস্তুতি ম্যাচের খেলার সম্ভাবনা পন্ড হয়ে যায়।
আগের দিনের ১ উইকেটে ২৯ রান নিয়ে আজ আর মাঠে নামা হয়নি মুশফিকের লাল দলের দুই ব্যাটসম্যান সৌম্য সরকার (৯*) ও নাজমুল হোসেন শান্ত’র (৭*)।
অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে খেলা প্রস্তুতি ম্যাচে অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটার নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হলেও জাতীয় দলের দরজায় কড়া নাড়তে থাকা বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার জানান দিয়েছেন নিজেদের সামর্থ্যর।
টস হেরে আগে ব্যাট করে প্রথম ইনিংসে শান্ত’র ৫৩ ও মুশফিকের ৩০ রানে চড়ে স্কোরবোর্ডে ৯ উইকেটে ১৪০ রান যোগ করে ইনিংস ঘোষণা করে মুশফিকরা। জবাবে, মুমিনুল হক, নাসির হোসেন ও তানবীর হায়দারের অর্ধশতকের সুবাধে প্রথম ইনিংসে মুশফিকদের বিপক্ষে ১৪৩ রানের লিড নিয়ে তামিমের সবুজ দলের ইনিংস থামে ২৮৩ রানে।
সবুজ দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান আসে মুমিনুল হকের ব্যাট থেকে, তাছাড়া নাসির ৬২ ও তানবীর করেন ৫১ রান। প্রতিপক্ষ বোলারদের মধ্যে প্রতিকূল পরিস্থিতে রুবেল হোসেন তুলে নেন তিনটি উইকেট। পাশাপাশি সাকলাইন সজীব তিন উইকেট ছাড়াও তাইজুল দুটি ও নাঈম একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
বিসিবি লাল দল (১ম ইনিংস): ১৪০-৯ (ইনিংস ঘোষণা)
বিসিবি সবুজ দল (১ম ইনিংস): ২৮৩-১০ (তামিম ২৯, লিটন ৫, মুমিনুল ৭৩, সাব্বির ১০, নাসির ৬২, তানবীর ৫১, সানজামুল ২২, তাসকিন ২, রাব্বি ২, শফিউল ১০*, মুস্তাফিজ ২, রুবেল ১৭-২-৫৪-৩, শুভাশিস ৭.৪-৩-১৭-০, আল আমিন ৮.২-১-২২-০, নাঈম ৯-১-২৩-১, তাইজুল-০-৮০-২, সাকলাইন ১৭-৪-৬৪-৩, মাহমুদউল্লাহ ১-০-৮-০)।
বিসিবি লাল দল (দ্বিতীয় ইনিংস): ২৪/১ (ইমরুল ৮, সৌম্য ৯*, শান্ত ৭*, মুস্তাফিজ ১ উইকেট)
সুত্র:বিডিক্রিকটাইম
আজকের বাজার: সালি / ১১ আগস্ট ২০১৭