দীর্ঘ দশ বছর অপেক্ষার পর সুযোগ এসেছিল। পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের কাছে ঈদের খুশির মতো ছিল ব্যাপারটা। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর জঙ্গি হামলার পর আর পাকিস্তানে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি। কোনও দেশ আর পাকিস্তানে খেলতে যেতেও চায়নি। কিন্তু শেষমেশ রাজি হয়েছিল শ্রীলঙ্কা, তাতেও বাধা।
সিরিজের প্রথম ম্যাচ ছিল করাচিতে। কিন্তু সেই ম্যাচ ভেস্তে গেল বৃষ্টির জন্য। করাচির মাঠে আয়োজিত কোনও আন্তর্জাতিক একদিনের ম্যাচ এর আগে বৃষ্টির জন্য ভেস্তে যায়নি। বৃষ্টির জন্য শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজের ক্রীড়াসূচিতেও বদল আনা হয়েছে।
দ্বিতীয় একদিনের ম্যাচও হওয়ার কথা করাচিতে সেখানে এখন প্রবল বৃষ্টি যার জন্য দ্বিতীয় ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান