বর্ষা মৌসুমে বাতাস থাকে ভেজা। মেঝেও অনেক সময় স্যাঁতস্যাঁতে হয়ে যায়। । ফলে ঘরের আসবাবপত্র সহজেই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
তাই এ সময়ে আসবাবপত্রের একটু বাড়তি যত্ন নিতে হয়। স্রেই সাথে খতে হবে সুরক্ষার ব্যবস্থা।
চলুন জেনে নেই বর্ষা মৌসুমে আসবাব রক্ষণাবেক্ষণের বা যত্নের কিছু কৌশল:
আলো-বাতাসের ব্যবস্থা
আসবাবপত্র এমনভাবে রাখতে হবে যেখানে যথেষ্ঠ আলো-বাতাসের রয়েছে। সুযোগ দিতে হবে। তাই আসবাবে যাতে শুকনা বাতাস লাগে সেই ব্যবস্থা করতে হবে।
আসবাবের ড্রয়ার/ দরজার ব্যবহার:
আসবাবের ড্রয়ার আর দরজা ব্যবহার বাড়াতে হবে।
অতিরিক্ত গরম কিছু সরাসরি না রাখা:
আসবাবের উপর অতিরিক্ত গরম কিছু সরাসরি রাখা যাবে না।
স্থান পরিবর্তণ:
নড়াচড়া করানো যায় এমন আসবাবগুলো মাঝেমধ্যে সামা্ন্য স্থান পরিবর্তন করলে ভালো হয়। সোফার কুশন সবসময় শুকনা রাখার চেষ্টা করতে হবে। কাঠের আসবাবে মোমের প্রলেপ, বার্নিশ এবং অন্যান্য সুরক্ষামূলক আস্তর দিতে হবে।
পায়াতে রবার কিংবা পলিমারের বুশ ব্যবহার:
আসবাবের পায়াতে রবার কিংবা পলিমারের বুশ ব্যবহার করতে হবে, যাতে পায়াতে আর্দ্রতা না জমে।
ময়েশ্চার কন্টোল’ যন্ত্র ব্যবহার :
এলাকায় যদি বৃষ্টির মাত্রা বেশি হয়, তবে ঘরের বাতাসে আর্দ্রতা কমানোর ব্যবস্থা রাখতে হবে। এক্ষেত্রে এয়ারকন্ডিশনার বা অন্যান্য ‘ময়েশ্চার কন্টোল’ যন্ত্র ব্যবহার করা যেতে পারে।
ফাটল ধরা জায়গাগুলোর যত্ন:
আসবাবের বিভিন্ন ফাঁকা স্থানে কিংবা ফাটল ধরা জায়গাগুলোকে পুডিং দিয়ে ভরাট করিয়ে নিতে পারেন বর্ষার আগেই। অন্যথায় এই জায়গাগুলোতে পোকামাকড় বাসা বাঁধতে পারে।
আসবাবের আশপাশে কোথাও যাতে পানি জমে থাকতে না পারে তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেয়ালে বসানো কিংবা দেয়ালের খুব কাছে থাকে এমন আসবাবের ক্ষেত্রে ওই দেয়ালগুলো যাতে ভেজা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আসবাবের পেছনের দেয়াল স্যাঁতস্যাঁতে কি না তা খেয়াল রাখা কিছুটা দুঃসাধ্য হতে পারে, তবে আসবাব বাঁচাতে চাইলে একটু কষ্ট তো করতেই হবে।
আজকের বাজার/এসএম