আইসিসি চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার খেলা শেষ পর্যন্ত বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ইংল্যান্ডের স্থানীয় সময় রাত ৯টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ২টা ১৮ মিনিট) ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
বৃষ্টি বাংলাদেশকে এনে দিয়েছে স্বস্তি। বাঁচিয়ে দিয়েছে ম্যাচ, এড়িয়েছে পরাজয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় নিশ্চিত হার দেখছিল বাংলাদেশ। আর চার ওভার খেলতে পারলেই ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জিতে যেত অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়াকে সেই সুযোগ দেয়নি বৃষ্টি। যদিও বৃষ্টি একবার থেমেছিল, অস্ট্রেলিয়া পেয়েছিল নতুন লক্ষ্যও। কিন্তু আবার বৃষ্টি নামায় অস্ট্রেলিয়ার জয়টাও হাতের মুঠো থেকে বেরিয়ে গেল। অস্ট্রেলিয়া কম করে ২০ ওভারও যদি খেলতে পারতো, তাহলেই বৃষ্টি আইনে একটা ফল ঘোষণা করা যেত; কিন্তু বৃষ্টি আসার আগে অসিরা খেলতে পেরেছিল মাত্র ১৬ ওভার। যে কারণে, ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।
ফলে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হলো দুদলকে। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের পয়েন্ট ১। অস্ট্রেলিয়ার টানা দুটি ম্যাচই পরিত্যক্ত হলো। ফলে তাদের পয়েন্ট দাঁড়াল ২। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পাওয়ার কারণে চ্যাম্পিয়ন্স লিগে টিকে রইল মাশরাফি বিন মর্তুজার দল। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলে সেমি-ফাইনাল খেলার সম্ভাবনাও জাগতে পারে মাশরাফিদের।
আগে দিবা-রাত্রির ম্যাচে টসে জেতেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। বাঁচা-মরার লড়াইয়ে সিদ্ধান্ত নেন ব্যাটিংয়ের। কিন্তু এক তামিম ইকবাল ছাড়া বাকি সবাই ব্যর্থ। ব্যাটসম্যানদের আশা যাওয়ার মিছিলে ৪৪.৩ ওভারে ১৮২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। মোট রানের অর্ধেকের বেশি এসেছে তামিমের ব্যাট থেকে। ৯৫ রানে সাজঘরে ফেরেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা তামিম এগুচ্ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দ্বিতীয় সেঞ্চুরির দিকে। তবে নার্ভাস নাইনটির শিকার হয়ে সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থামেন তিনি। ১১৪ বলের ইনিংসে ৬টি চারের সঙ্গে ৩টি ছক্কা মেরেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান। ইনিংসের উদ্বোধন করা তামিম উইকেটে ছিলেন ৪৩ ওভার পর্যন্ত। তামিম আউট হওয়ার পর মাত্র ১ রান যোগ করতে হারায় শেষ ৩ উইকেট।
বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন সাকিব আল হাসান। মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ১৪ রান। বাকিরা কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক তামিমের উইকেটটিসহ নেন ৪ উইকেট। ২৯ রান খরচায়। বাংলাদেশের ব্যাটসম্যানদের লেগ স্পিন ভীতির কারণে এ ম্যাচে অ্যাডাম জাম্পা সুযোগ পান অজি একাদশে। তিনি ১৩ রানে নেন ২ উইকেট।
এদিন সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নির্ভার ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। শুরু থেকেই রানের গতি বাড়িয়ে খেলেছেন দুজনে। তবে এই জুটিকে বিস্ফোরক হতে দেননি রুবেল হোসেন। দলীয় ৪৫ রানে ফিঞ্চকে ফিরিয়ে দিয়েছেন ব্যক্তিগত ১৯ রানে। এরপর উইকেটে আসেন অধিনায়ক স্মিথ। ওয়ার্নারের সঙ্গে দেখে শুনে ব্যাটিং করে গড়েন ৩৮ রানের জুটি। ২৫ বলে ২২ রান করে উইকেটে অপরাজিত তখন অধিনায়ক। আর ৪৪ বলে ২টি চারে ৪০ রানে অপরাজিত ওয়ার্নার। ১৬ ওভারে ফিঞ্চের উইকেট হারিয়ে অসিদের সংগ্রহ ৮৩ রান। পানি পানের বিরতিতে যায় দল। যেতে যেতেই নামে বৃষ্টি। মাঝে একবার থামে। নতুন লক্ষ্যও পায় তারা। ৪৩ ওভারে ১৭২ রান। কিন্তু আবার নামে বৃষ্টি। এ দফায় বৃষ্টির তোড় ছিল আরও বেশি। ফলে ১ পয়েন্টের সন্তুষ্টি নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
আজকের বাজার:এলকে/এলকে/ ৬ জুন ২০১৭