বৃষ্টি মোকাবেলায় রোহিঙ্গাদের সাহায্য করবে জাতিসংঘ

কক্সবাজারে দুর্যোগ সাড়া পরিকল্পনার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের অস্থায়ীভাবে স্থানান্তরে জাতিসংঘের বিভিন্ন সংস্থা গত আট দিনের অবিরাম বৃষ্টি ও বাতাস থেকে রোহিঙ্গাদের রক্ষায় নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। ২০১৭ সাল থেকে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের এবারের অবস্থা সবচেয়ে নাজুক।

৪ থেকে ১২ জুলাইয়ের মধ্যে কুতুপালং ক্যাম্পে ৭০৯ মিমি বৃষ্টিপাত হয়েছে আর জুলাই মাস ছাড়া কক্সবাজারে গড়ে ১০৪০ মিমি বৃষ্টিপাত হয়েছে।

ইউএনএইচসিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যা, ভূমিধস ও বাতাস শত শত রোহিঙ্গা আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত করেছে।

জরুরি খাদ্য সহায়তা, রোহিঙ্গাদের ঘর, সড়ক ইত্যাদি সংস্কারে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), ইউএনএইচসিআর ও বিশ্ব খাদ্য সংস্থার কর্মী প্রেরণ করেছে।

বাংলাদেশ সরকারের নেতৃত্বে জাতিসংঘ সংস্থা এবং অন্যান্য অংশীদাররা বছরজুড়ে বর্ষা মৌসুমে রোহিঙ্গাদের জন্য কাজ করছে।

আজকের বাজার/লুৎফর রহমান