বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
বৃহস্পতিবার ইন্ট্রাকোর লেনদেন শুরু
প্রকাশিত - মে ১৬, ২০১৮ ১:২৩ পিএম
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন পওয়া ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের লেনদেন আগামীকাল ১৭ মে, বৃহস্পতিবার শুরু হবে। ওইদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জে কোম্পানিটি লেনদেন শুরু করবে। কোম্পানিটি লেনদেন করবে 'এন' ক্যাটাগরিতে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “INTRACO”। আর কোম্পানি কোড হবে ১৫৩২০।
এর আগে গত ১০ মে কোম্পানিটির লটারিতে বরাদ্দ প্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
গত ১৭ এপ্রিল কোম্পানিটি লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন করেছে।
আরএম/
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.