বৃহস্পতিবার চীনে যাচ্ছেন জেসিয়া

বৃহস্পতিবার ১৯ অক্টোবর চীনে যাচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম।

এ উপলক্ষে মঙ্গলবার ১৭ অক্টোবর বিকেল ৪টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী মির্জা আজম এমপি।

তিনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জেসিয়ার হাতে দেশীয় ঐতিহ্যের ধারক-বাহক পাটজাত নানা পণ্য তুলে দেন। এসব পণ্যের মধ্যে ছিল জুতা থেকে শুরু করে সালোয়ার কামিজ, পাটের জামদানি, পাটের উপর মুদ্রিত জাতির পিতার ছবিসহ অসংখ্য উপহার সামগ্রী। সম্মেলনে প্রতিযোগিতা সংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্টের কর্মকর্তাবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর লাভেলো, ক্রাউন স্পন্সর আমিন জুয়েলার্স, সজীব গ্রুপ, ভীশন, রংধনু গ্রুপসহ অন্যান্য স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

আজকের বাজার: আরআর/ ১৭ অক্টোবর ২০১৭