দেশের চলমান বিভিন্ন ইস্যুতে আগামী ২৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করার ঘোষণা দিয়েছে বিএনপি।
সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন তিনি।
রিজভী জানান, ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এ জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। পুলিশকে চিঠি দিয়েছি, গণপূর্ত অধিদফতরকে চিঠি দিয়েছি এবং সিটি করপোরেশনকেও আমরা চিঠি দিয়েছি।
তিনি আরও বলেন, আমাদের জনসভা নিয়ে যে প্রক্রিয়া, কর্মকাণ্ড- তা এরই মধ্যেই সম্পন্ন করেছি।
জনসভা সম্পর্কে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি বলেন, জাতীয়তাবাদী দলের জনসভা বর্তমান রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়েই তো, বাকিটা আপনারা সেদিনই জানতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুহাম্মদ আবদুল আউয়াল খান, মো: মুনির হোসেন উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এমএইচ