জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী বৃহস্পতিবার কানাডা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার(৫ জুন) প্রধানমন্ত্রীর জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দানের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
এ সময় বঙ্গবন্ধুর হত্যাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৪৪তম জি-৭ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
কানাডার কুইবেকের লা মালবাইয়ে আগামী ৮ ও ৯ জুন ৪৪তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আরজেড/