বৃহস্পতিবার থেকে মূল মার্কেটে আলিফ ইন্ডাস্ট্রিজ

 বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর থেকে ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটে থেকে মূল্য মার্কেটে ফিরে আসছে বস্ত্র খাতের আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হচ্ছে ‘AIL’ এবং কোম্পানি কোড হচ্ছে : ১৭৪৩৬।

এর আগে ডিএসইর পরিচালনা পর্ষদের ৮৮০ তম সভায় কোম্পানিটিকে মূল মার্কেটে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে ডিএসই কর্তৃপক্ষ মূল মার্কেটে কোম্পানিটির লেনদেনের জন্য ২৮ ডিসেম্বর নির্ধারণ করে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ স্টক এবং ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৩৭ টাকা এবং ৩০ জুন ২০১৭ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ২৪.১৪ টাকা।

আজকের বাজার:এসএস/২৭ডিসেম্বর ২০১৭