বুধবার ভোর থেকে হঠাৎ বৃষ্টির কবলে পড়েছে রাজধানীবাসী।
ভোর রাত থেকে সকাল পর্যন্ত একটানা বৃষ্টিপাতের ফলে ঢাকার অনেক এলাকায় পানি জমে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন কর্মব্যস্ত মানুষ ও শিক্ষার্থীরা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, বুধবার ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ১৫ মিলিমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।
বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এদিকে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও শিলা বৃষ্টি হতে পারে।