রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার বড়ো ধরনের এক সামরিক মহড়ায় অংশ নিয়েছেন। চীনসহ মস্কোর সাথে বন্ধুত্ব রয়েছে এমন কয়েকটি দেশের অংশগ্রহণে এ মহড়ার আয়োজন করা হয়।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ স্থানীয় সংবাদ সংস্থাসমূহকে এ খবর জানান।
পেসকভের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাগুলো আরো জানায়, পুতিন সার্জিভস্কি সেনা ঘাঁটিতে প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শুইগো ও সামরিক প্রধান ভেলেরি গেরাসিমভের সঙ্গে বৈঠক শেষে মহড়ার শেষ পর্বপর্যবেক্ষণ করতে পারেন।