বেঁচে আছেন দুর্ঘটনাগ্রস্থ বিমানের কেবিন ক্রু নাবিলা

ইউএস-বাংলার দুর্ঘটনাগ্রস্থ বিমানটির কেবিন ক্রু শারমিন আক্তার নাবিলা বেঁচে আছেন।

কাঠমান্ডু মেডিক্যাল কলেজ অ্যান্ড টিচিং হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন সেখানকার এক মুখপাত্র শর্মিলা। শারমিন আক্তার নাবিলা হাসপাতালটির প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রয়েছেন।

ইউএস-বাংলা মৃতদের যে তালিকা দিয়েছে তা পুরোপুরি সঠিক নয়। তাদের দেয়া তালিকায় পাইলট আবিদ সুলতান, ফার্স্ট অফিসার প্রিথুলা রশিদ, ফ্লাইট অ্যাটেন্ড্যেন্ট খাজা হোসেন মোহাম্মদ শাফির সঙ্গে শারমিনের নামও ছিল।

কিন্তু শারমিনের বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কাঠমান্ডু মেডিক্যাল কলেজ অ্যান্ড টিচিং হাসপাতাল।

এমআর/