মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট(আইএস) গ্রুপ একটি অডিও বার্তা প্রকাশ করেছে যাতে তারা দাবি করছে, এ বার্তাটি আইএস নেতা আবু বকর আল বাগদাদির। খবর বিবিসির।
তবে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার আইএস বাগদাগির একটি বক্তৃতার অডিও প্রকাশ করে। সেখানে শোনা যায়, সিরিয়া ও ইরাক পুনর্দখলে আনার জন্য শত্রুপক্ষের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে সদস্যদের লড়াই করার আহ্বান জানাচ্ছেন বাগদাদি। সেখানে আরও শোনা গিয়েছে বাগদাদি বলছেন, 'আমরা থাকব, প্রতিরোধ করব, একটু ধৈর্য ধরতে হবে।' এই অডিও ক্লিপকে ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, তা হলে কি বাগদাদি বেঁচে আছেন?
এদিকে তার অডিওটি পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, তবে এর সত্যতা নিয়ে একটা সংশয়ও তৈরি হয়েছে বলে মার্কিন সূত্রে খবর। কখন অডিওটি রেকর্ড করা হয়েছে ইতিমধ্যে সেটা নিয়েও তদন্ত শুরু হয়ে গিয়েছে। বাগদাদির এই অডিওটি প্রকাশ করেছে আইএস অনুমোদিত আল-ফুরকান মিডিয়া গ্রুপ।
তবে অনলাইনে প্রকাশিত এ বার্তার সঙ্গে কোন ভিডিও বা ছবি দেয়া হয়নি।এর আগে অন্তত এক বছর আগে বাগদাদির কোন অডিও বিবৃতি পাওয়া গিয়েছিল। এরপর ধারণা করা হয়েছিল, বাগদাদি মারা গেছেন।
সর্বশেষ অডিও বার্তাটিতে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গও রয়েছে। সে কারণে ধারণা করা হচ্ছে প্রায় ৪৬ মিনিটের অডিও বার্তাটি সাম্প্রতিক কালের মধ্যেই ধারণ করা।
ওয়াশিংটন বলছে তারা বার্তাটি পরীক্ষা করে দেখছে তবে এর সত্যতা নিয়ে কোন সন্দেহ নেই বলেই মনে করছে তারা।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, তাদের ধারণা অব্যাহত আছে যে বাগদাদি বেঁচে আছেন। এই বার্তায় আইএস নেতা বাগদাদি ইরাকের মসুলের লড়াই সম্পর্কেও কথা বলেছেন।
২০১৬ সালে শেষ দেখা গিয়েছিল বাগদাদিকে। তার পর থেকে তার অবস্থান ও গতিপ্রকৃতির কোনও হদিসই পাওয়া যায়নি। মে মাসের শেষের দিকে সিরিয়ায় আইএস-এর প্রধান ঘাঁটি রাকার দক্ষিণ শহরতলিতে বিমান হামলা চালায় রাশিয়া। তাদের কাছে খবর ছিল সেখানে একটি গোপন বৈঠকের জন্য আইএস-এর বেশ কিছু নেতা জড়ো হয়েছেন। ড্রোন পাঠিয়ে তা যাচাই করে দেখে রাশিয়ার সেনা। খবর ছিল মধ্যরাতে বসবে এই গোপন বৈঠক। সেই মতো রাশিয়ার যুদ্ধবিমান আঘাত হানে। ওই হামলায় বেশ কয়েক জন আইএস নেতা, ৩০ জন ফিল্ড কমান্ডার ও ৩০০ জন আইএস রক্ষী মারা যায়।
সূত্রের দাবি, এই বৈঠকে বাগদাদিও ছিলেন। তবে সে দিনের হামলায় বাগদাদির মৃত্যু হয়েছিল কিনা সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি রাশিয়া। সেপ্টেম্বরের গোড়াতেই মার্কিন সেনার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছিলেন, বাগদাদি সম্ভবত বেঁচে আছেন। সিরিয়া থেকে ইরাক বরাবর ইউফ্রেটিস নদী উপত্যকার কোন গোপন জায়গায় আশ্রয় নিয়েছেন। তার পরই সিরিয়ার দেইর এজর প্রদেশে ইউফ্রেটিস নদীর দুই তীর বরাবর অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
আজকের বাজার : এলকে/এলকে ২৯ সেপ্টেম্বর ২০১৭