বেইজিংয়ে চীনা রাষ্ট্রীয় কাউন্সিলরের সঙ্গে জার্মান ভাইস চ্যান্সেলরের বৈঠক

১৭ সেপ্টেম্বর রোববার বেইজিংয়ে জার্মান ভাইস চ্যান্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী জিগ্‌মা গাব্‌হিয়েলের সঙ্গে বৈঠকে মিলিত হন চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ইয়াং চিয়ে ছি। এ সময় তারা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন।

বৈঠকে ইয়াং চিয়ে ছি বলেন, গত জুলাই মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জার্মানি সফর করেন এবং জি-টোয়েন্টির হামবুর্গ শীর্ষ সম্মেলনে অংশ নেন। সে সফর দু’দেশের সার্বিক সহযোগিতাকে বেগবান করে এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে দু’দেশকে আরও কাছাকাছি নিয়ে এসেছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, চীন জার্মানির সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকীকে কাজে লাগাতে এবং পারস্পরিক শ্রদ্ধা ও কল্যাণের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ইচ্ছুক।

জবাবে জার্মান ভাইস চ্যান্সেলর বলেন, তার দেশের সাথে চীনের সম্পর্ক দিন দিন উন্নত হচ্ছে। তিনি আরও বলেন, জার্মানি চীনের সাথে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সমন্বয় ও যোগাযোগ বাড়াতে ইচ্ছুক।

সূত্র : সিআরআই

আজকের বাজার : এমএম / ১৮ সেপ্টেম্বর ২০১৭