বেইজিংয়ে টানা তৃতীয় দিনেও কোনো করোনা রোগী শনাক্ত হয়নি

টানা তৃতীয় দিনে বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে কোভিড-১৯ এ স্থানীয়ভাবে সংক্রমিত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাজধানীর পৌর স্বাস্থ্য কমিশন এ তথ্য জানায়।

এর মানে চীনের রাজধানী শহরটিতে পর পর তিন দিন নতুনভাবে কোনও কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি।

কমিশনের প্রতিদিনের রিপোর্টে বলা হয়, বুধবার নতুন কোনো করোনায় এবং উপসর্গ নিয়ে আক্রান্তের খবর পাওয়া যায়নি এবং ৩২ জনকে সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

কমিশন জানায়, ১১ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত শহরটিতে ৩৩৫ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে যার মধ্যে ২৭৫ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ৬০ জনকে সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এসময়ে করোনা উপসর্গ নিয়ে ২৬ জন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বেইজিং শহরে নতুন করে করোনা রোগী পাওয়া না গেলেও প্রায় ১৩০ কোটি জনসংখ্যার দেশে বুধবার মাত্র ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাসে পুরোবিশ্ব আজ সংকটে থাকলেও চীন নিজে সেই সংকট মোকাবিলায় অনেকটাই সফল হয়েছে।