বেইজিংয়ে চাওয়াং জেলায় মার্কিন দূতাবাসের সামনে বিকট আওয়াজে বিস্ফোরণ ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ জুলাই) মার্কিন দূতাবাসের ভিসার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন চীনের নাগরিকরা। ঠিক তখনই একটি বিকট আওয়াজ হয় ও ধোঁয়ায় দূতাবাসের চারপাশ ঢেকে যায়।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক নারীকে গ্রেফতার করেছে। ওই নারী নিজের দেহে গ্যাসোলিন ছড়িয়ে আগুন লাগানোর চেষ্টা করছিলেন।
চীনা পুলিশ সূত্রে খবর, আজ বেলা ১টায় দূতাবাসের দক্ষিণ-পশ্চিম কোণে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ান।
এ ছাড়া পুলিশ ২৬ বছরের এক যুবককে বিস্ফোরণ ঘটানোর জন্য দায়ী বলছে। অভিযুক্ত যুবককে আহতাবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
আতঙ্কে লাইনে দাঁড়ানো ভিসা আবেদনকারীরা দিগ্বিদিক ছুটেন। মার্কিন দূতাবাসের সামনের রাস্তায় হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি একটি বোমা নিয়ে দূতাবাসের দিকে ছুড়তে যান। কিন্তু সেটি ওই ব্যক্তির কাছেই বিস্ফোরিত হয়।
এ হামলার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা তা এখনও জানা যায়নি। কোনো জঙ্গি সংগঠন এখনও হামলার দায় স্বীকার করেনি।
আজকের বাজার/আরআইএস