বেইজিং-ইসলামাবাদ-করাচি রুটে আরও তিনটি ফ্লাইট বাড়াতে যাচ্ছে এয়ার চায়না।
গত ৫ অক্টোবর বৃহস্পতিবার চীনের এয়ারলাইন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
আগামী ২৯ অক্টোবর থেকে সিদ্ধান্তটি কার্যকর হওয়ার কথা রয়েছে।
বর্তমানে এ রুটে এয়ারলাইন সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করছে এয়ার চায়না।
বেইজিং-ইসলামাবাদ-করাচি রুটে ২০১৬ সালের অক্টোবরে প্রথম ফ্লাইট চালু করে প্রতিষ্ঠানটি।
শুরুর দিকে এ রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করতো এয়ার চায়না।
সেপ্টেম্বর পর্যন্ত এ রুটে এয়ার চায়নার বিমানগুলো এক লাখ কুড়ি হাজারের বেশি ট্রিপ পরিচালনা করেছে।
সূত্র : সিআরআই
আজকের বাজার : এমএম / ৭ অক্টোবর ২০১৭