রাঙ্গামাটি-বান্দরবান প্রধান সড়ক সংযুক্ত রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার সিনামাহল এলাকায় বেইলি ব্রিজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে চন্দ্রোঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, আজ বৃহস্পতিবার বেলা ১২টার সময় অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক বেইলি ব্রিজে অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বড় ধরনের হতাহতের কোন ঘটনা না ঘটলেও রাঙ্গামাটির সাথে বান্দরবান জেলার সড়ক যোগযোগ বন্ধ হয়ে গেছে।
ওসি জানান, দুূর্ঘটনায় আহত ট্রাক ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে দশ মাইল শারজা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা বলেন, চালকের বেপোরোয়া গাড়ী চালানো এবং অতিরিক্ত পণ্য বহনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি জানান, রাঙ্গামাটি- বান্দরবান প্রধান সড়কটি অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক। সড়কটি দিয়ে রাজারহাট, পদুয়া, দশমাইল,ব্রিজ ঘাটের হাজার হাজার মানুষ বাঙ্গালহালিয়া বাজারের উপর দিয়ে যাতায়াত করেন থাকেন। তাই দ্রুততম সময়ের মধ্যে ব্রিজটি সংস্কারের দাবি জানান তিনি।