নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ-সোনাইমুরি সড়কে বুধবার সকালে দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। তারা হলেন- মীর আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলি মজুমদার (২৬) এবং তার দুই বছরের শিশু মেয়ে নিধি মজুমদার। পলি তার চৌমুনী এলাকার বাড়ি থেকে মেয়েকে নিয়ে অটো-রিকশাযোগে স্কুলে যাচ্ছিলেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, সকাল ৯টার দিকে সেলিম মিয়ার দোকানের কাছে একটি কাভার্ডভ্যান পাঁচজন যাত্রীবাহী একটি অটো-রিকশাকে সজোরে ধাক্কা দিয়ে পলি ও তার মেয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং অপর তিনযাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র:ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান