জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা

বেগম জিয়াকে গ্রেফতারের আবেদন করেছে দুদক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদক এ আবেদন জানায়।

এদিকে মামলাটির পরবর্তী শুনানির দিন আগামি ২৫ ও ২৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা রয়েছে। রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারের উমেশ দত্ত রোডে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে মামলার পরবর্তী কার্যক্রম চলবে।

দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এ দুটি মামলারই প্রধান আসামি বেগম খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৮ ফেব্রুয়ারি রায়ের জন্য দিন নির্ধারিত করা হয়েছিল। সে মামলায় সাজা হওয়ায় বেগম জিয়া বর্তমানে কারাভোগ করছেন।

দুদক সূত্রে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সমস্ত তদন্ত কার্যক্রম শেষ করার পর বেগম জিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা থাকায় তাকে গ্রেফতারের আবেদন জানিয়েছে দুদক।

২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগে মামলা করে দুদক।

চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ আনা হয় ওই মামলায়। ২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশীদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

এদিকে দুদকের আবেদনকৃত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ছাড়া অপর তিন আসামি হলেন- খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। মামলাটির তদন্ত করছিলো দুদক।

আজকের বাজার :এমআর/আরএম ২২ ফেব্রুয়ারি ২০১৮