জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন আবেদনের উপরশুনানি রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলায় বিএনপি নেত্রীকে দেয়া ২ কোটি ১০ লাখ ৭১ টাকা অর্থদণ্ড স্থগিত করা হয়েছে। মামলার শুনানি শুরু হবে ওইদিন দুপুর ২টায়।
বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি দুপুর ১২টায় আবেদনের উপর শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ১৫ দিনের মধ্যে মামলা সব নথি পাঠাতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ১ হাজার ২২৩ পৃষ্ঠার আপিল দায়ের করেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। এতে প্রাথমিকভাবে মোট ৪৪টি যুক্তি তুলে ধরা হয়েছে। এছাড়া আপিল আবেদনের ওকালতনামায় খালেদা জিয়ার পক্ষে মোট ২৮ আইনজীবীর স্বাক্ষর রয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানসহ বাকিদের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর ওই দিনই কড়া নিরাপত্তায় খালেদা জিয়াকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই বন্দী আছেন।
আরএম/