আপ গ্রেডেশন, প্রমোশন, পদোন্নতী ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনিদিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।
বুধবার (২৭ জুন) সকাল থেকে অফিস কার্যক্রম বর্জন করে ধর্মঘট শুরু করেন তারা।
বেরোবি কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নুর আলম মিয়াত বিষয়টি নিশ্চিত করেন।
তারা জানান, চার দফা দাবি বাস্তবায়নে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়েই ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।
এদিকে, কর্মচারীদের আকস্মিক এই ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অন্যান্য কাজে সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
রুবি/রাসল