চট্টগ্রামে বেগুনের মধ্যে লুকিয়ে পাচারের সময় ২ হাজার পিস ইয়াবাসহ আলী আহমদ (৪৬) নামে একজনকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জু্লাই) সকালে চট্টগ্রামের নিউমার্কেট মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আলী কক্সবাজার জেলার টেকনাফ মহেশখালিয়াপাড়া এলাকার সোলতান আহমদের ছেলে।
নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বন্দর জোন) আসিফ মহিউদ্দীন গণমাধ্যমের কাছে এ খবর নিশ্চিত করেছেন।
পুলিশের এ কর্মকর্তা জানান, আলী আহমদ বেগুনের ভেতর কৌশলে ইয়াবা রেখে শপিং ব্যাগে করে ইয়াবাগুলো পাচার করছিল। গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার সাথে থাকা শপিং ব্যাগে থাকা বেগুন কেটে দুটি বেগুনে দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। বেগুনের ভেতরের অংশ ফেলে দিয়ে তাতে পলিথিনে মুড়িয়ে ইয়াবাগুলো রাখা হয়েছিল।
গ্রেপ্তার আলী আহমদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আজকের বাজার/আরআইএস