৭ সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্লাটিনাম জুবিলী জুট মিলের উৎপাদন বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
৪ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিলের ক্ষুব্ধ শ্রমিকরা উৎপাদন বন্ধ করে বিক্ষোভ করে।
মিলের শ্রমিকরা জানান, শ্রমিকরা মজুরি না পেয়ে অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছে।বকেয়া মজুরির দাবিতে তারা উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে। তারা বলের, মিল শ্রমিকদের ৭ সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। বকেয়া মজুরি প্রদানে গড়িমসি করা হচ্ছে। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তৎপর হচ্ছে না।
প্লাটিনাম জুবিলী জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক সেলিম আকন্দ বলেন, বকেয়া মজুরি না পাওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ থাকবে। তিনি জানান, মিলটিতে প্রায় স্থায়ী ও অস্থায়ী ৫ হাজার শ্রমিক কর্মরত আছেন।
প্লাটিনাম জুবিলী জুট মিলের জেনারেল ম্যানেজার শ্রমিক নেতাদের সাথে বৈঠকে বসেছেন। তিনি এ ব্যাপারে আপাতত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
প্লাটিনাম জুট মিল, বাংলাদেশ পাটকল কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান।
আজকের বাজার:এলকে/এলকে ৪ অক্টোবর ২০১৭