বেতনের দাবিতে বাংলা টিভির কার্যালয়ে তালা

বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভির কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিষ্ঠানটির কর্মরত সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেছেন। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বকেয়া বেতন দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।

নাম প্রকাশ না করার শর্তে বাংলা টিভির এক সাংবাদিক জানান, বিগত ৩ মাস ধরে প্রতিষ্ঠানটির প্রায় শতাধিক সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারী বেতন পাচ্ছেন না। বেতন দিচ্ছি, দেব করে তালবাহানা করছে কর্তৃপক্ষ। তিনি বলেন, তিন মাসের বেতন না পেয়ে কর্মীরা এই বিক্ষোভ করেছেন।

তিনি আরও জানান, সর্বশেষ বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ সামাদুল হক। বেতন বঞ্চিত কর্মীরা ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার একযোগে আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে অফিসে তালা ঝুলিয়ে দেন তারা।

আজকের বাজার: এমএম / ২৮ সেপ্টেম্বর ২০১৭