বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ থাকা কারখানা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে খুলনার জুট স্পিনার্স মিলের শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায়, মিলের শ্রমিক-কর্মচারীরা শিরোমণি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হয়। সেখানে সমাবেশ শেষে খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে রাখে তারা। পরে, পুলিশ তাদের সরিয়ে দিলে আধঘণ্টা পর স্বাভাবিক হয় যান চলাচল।
আগামী ২২শে মার্চের মধ্যে দাবি মেনে নেয়া না হলে, ২৩শে মার্চ বিকেলে শহীদ মিনারে চত্বরে জনসভা করা হবে বলে জানিয়েছে শ্র্রমিক নেতারা।জনসভা থেকে নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা দেয়ার কথাও জানান তারা।
আজকের বাজার/আরজেড