বেতন বৃদ্ধির হার বাড়ানোর দাবিতে আন্দোলন করছে গ্রামীণ ফোনের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ সকাল সাড়ে ৭ টা নাগাদ তারা জিপি হাউজে অবস্থান কর্মসূচি শুরু করে।
আন্দোলনকারীরা সাংবাদিকদের জানান, এ বছর তাদের বেতন ৭ দশমিক ৮৫ শতাংশ বাড়ানো হয়েছে। মূল্যস্ফীতির সাথে এ আয় বৃদ্ধি পর্যাপ্ত নয়।
গ্রামীণ ফোন পার্টিসিপেটরি কমিটির চেয়ারম্যান মিয়া মাসুদ জানান, ২০১৭তে গ্রামীণ ফোন তাদের শেয়ারহোল্ডারদের ২০৩ শতাংশ লভ্যাংশ দিয়েছে। কোম্পানির আয় এবং মুনাফা বেড়েছে ১০ শতাংশেরও বেশি। তাই ২০১৬ সালে যে হারে বেতন বেড়েছে তার চেয়ে ১০ শতাংশ বাড়ানোর দাবি করছে গ্রামীন ফোন পিপলস কাউন্সিল।
আজকের বাজার/আরজেড