বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

পবিত্র ঈদুল আজহার এক সপ্তাহ আগে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

শুক্রবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ঈদ বোনাস, চলতি মাসের অর্ধেক বেতন ও অবিলম্বে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,০০০ টাকা ঘোষণা করার দাবিতে বিক্ষোভে জড়ো হন কয়েকশ’ পোশাক কর্মী।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের আয়োজনে একটি র‌্যালি বের করেন তারা। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আহসান হাবিব বুলবুল।

ঈদ বোনাস ও বেতন পরিশোধ করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান পোশাক শ্রমিকরা।

আজকের বাজার/এমএইচ