ওয়াশিংটনে লিবীয় নাগরিক আহমেদ আবু খাত্তালাকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৭ জুন) লিবীয় নাগরিক আহমেদ আবু খাত্তালাকে এ কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১২ সালে বেনগাজিতে এক হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে তাকে এ সাজা দেয়া হল। ওই হামলায় এক মার্কিন রাষ্ট্রদূত ও অপর তিনজন নিহত হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
খাত্তালা একটি জঙ্গি গোষ্ঠীর নেতা। ২০১২ সালে ১১ সেপ্টেম্বরের ওই হামলাটি দেখার সময় তারা ক্যামেরাবন্দি হন।
খাত্তাবের বিরুদ্ধে ১৮টি অভিযোগ উত্থাপন করা হয়। এর মধ্যে সে মাত্র চারটিতে দোষী সাব্যস্ত হয়।
এগুলো হলো- সন্ত্রাসীদের সহায়তা, সন্ত্রাসীদের সহায়তার ষড়যন্ত্র, সহিংস অপরাধের সময় আধা-স্বয়ংক্রিয় অস্ত্র বহন ও যুক্তরাষ্ট্রের সম্পদের ক্ষতি করা।
প্রসিকিউটররা খাত্তালার বিরুদ্ধে যে ছবিগুলো পেশ করেছিল সেই তুলানায় দোষী সব্যস্ত হওয়া অভিযোগগুলো অনেক দুর্বল। তাকে সরাসরি হামলাকারী হিসেবে দোষী সাব্যস্ত করতেই ছবিগুলো পেশ করা হয়।
আরজেড/