সৌদি আরবের ক্লাবে যোগ দেয়া নিয়ে গুঞ্জন থাকলেও করিম বেনজেমা দলে থাকছেন বলে আত্মবিশ্বাসী মনোভাব পোষন করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
এক সংবাদ সম্মেলনে গতকাল আনচেলত্তি বলেছেন, ‘বেনজিমা এ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে মৌসুমের শেষ ম্যাচে খেলতে প্রস্তুত। দ্রুতই সে সুস্থ হয়ে উঠেছে। তার সাথে মাদ্রিদের এখনো এক বছরের চুক্তি বাকি আছে। সে কারনেই এখানে তার থাকা নিয়ে কোন শঙ্কা নেই। ক্লাবের এই কিংবদন্তী রিয়াল মাদ্রিদ থেকেই অবসরে যাবেন। আমি বিশ্বাস করি ক্লাবের সব সমর্থকই সেটা চায়। কিন্তু তারপরও বেনজেমার নিজস্ব কিছু চিন্তা ভাবনা নিশ্চয় আছে।’
সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে বেশ কিছু রিপোর্টের সূত্র ধরে জানা গেছে সৌদি আরবের আকর্ষণীয় প্রস্তাবে হয়তোবা সাড়া দিতে যাচ্ছে ফরাসি এই তারকা স্ট্রাইকার। কিন্তু বেনজেমা অবশ্য নিজে এই সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আমি যেহেতু এখনো মাদ্রিদে আছি সেখানে ভবিষ্যত নিয়ে কেন কথা বলবো। ভার্চুয়াল দুনিয়ায় অনেক কথাই হয়, কিন্তু বাস্তবতা তো সেটা হতে পারেনা।’
তবে আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন এবারের গ্রীষ্মে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে অনেকেই অন্যত্র চলে যাবেন, আবার অনেকেই আসবেন। তিনি বলেন, ‘ভিন্ন কিছু খেলোয়াড় নিয়ে হয়তোবা এবারের দল তৈরী হতে যাচ্ছে। তবে দলটি যে প্রতিদ্বন্দ্বীতামূলক হবে তাতে কোন সন্দেহ নেই।’
এর থেকে বেশী কিছু বলতে চাননি ইতালিয়ান এই কোচ। তবে রায়ো ভায়োকানো থেকে ডিফেন্ডার ফ্র্যান গার্সিয়ার আগমন নিশ্চিত করেছেন। মাসখানেক আগেই অবশ্য বিষয়টি নিয়ে রিপোর্ট প্রকাশ পেয়েছিল।
টটেনহ্যামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেনকে নিয়ে মাদ্রিদের আগ্রহের বিষয়টি এড়িয়ে গেছেন আনচেলত্তি, ‘আমি দলের ভবিষ্যত নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছিনা। কেন টটেনহ্যামের একজন সেরা খেলোয়াড়। আমাদের কেন ও টটেনহ্যামের প্রতি শ্রদ্ধা রাখতে হবে।